যেহেতু প্রতিদিন কয়েক হাজার রোগী নিয়েমিত যাচ্ছে, তাই সকল ডিপাটর্মেন্ট সিরিয়াল দ্রুত পাওয়া সম্ভব নয়। তখন রোগী নিয়ে বিপদে পড়তে হয়।
অগ্রিম ডাক্তার সিরিয়াল কনফার্ম করা থাকলে কম খরচে বিমান টিকেট অথবা কনফার্ম ট্রেন টিকেট কনফার্ম করতে পারবেন। ফলে ভারতে গিয়ে টিকেটের জন্য কষ্ট করতে হবে না।
অগ্রিম ডাক্তার সিরিয়াল কনফার্ম করা থাকলে চিকিৎসা পরিকল্পনা ও অর্থের যোগানের জন্য আপনি পাবেন যথেষ্ট সময়।
অগ্রিম সিরিয়াল আপনাকে আপনার অফিস থেকে ছুটি নিতে সহায়তা করবে।